
সাভারে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) অন্যতম স্বনামধন্য ক্লাব নিটার সাংবাদিক সমিতি (নিসাস) আয়োজন করেছে ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন এবং ‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ এর গ্র্যান্ড ফাইনাল।
প্রতিষ্ঠানটির নবীন শিক্ষার্থীদের বরণ করা, তাদের পরিচিতি প্রদান এবং ‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ এর মাধ্যমে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শন করার উদ্দেশ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি আগামী সোমবার (জানুয়ারি ২৭, ২০২৫) বেলা দুই ঘটিকা হতে নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
নিটারের বিজয় পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে থাকছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ জাবেদ ইকবাল, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মোঃ রেদওয়ানুল ইসলাম এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার প্রসেনজিৎ সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মোঃ নাজমুল হোসেন, একুশে টেলিভিশনের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলকামা আজাদ এবং গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সানজিদা জান্নাত পিংকি।
অনুষ্ঠানটিকে প্রাণোচ্ছল করতে উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একুশে টেলিভিশন, গণবার্তা, ওরাইজিংবিডি ডটকম, আমাদের মুক্তকন্ঠ,, খবর প্রতিদিন, দৈনিক আপনদেশ, দ্য রাইজিং ক্যাম্পাস, এই বেলা, লাস্টনিউজবিডি, দৈনিক আগামীর সংবাদ, মর্নিং পোস্ট, দৈনিক ঢাকা সংবাদ।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পরিবেশ ও ক্লাব কার্যক্রম সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ তৈরি করে। একই সঙ্গে, ‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে, যেটি আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী সফল হয়েছে।
অনুষ্ঠানটি স্মৃতি-অলংকিত করে তুলতে নিটার সাংবাদিক সমিতির (নিসাস) সকল সদস্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে এবং অনুষ্ঠানটি পরিকল্পিতভাবে সফল হবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ।