গনবার্তা

অপরাধ ও সংশোধন

চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই সহোদরের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই সহোদরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে তিন বছর আগে আসামি দুই ভাই পরিকল্পিতভাবে তাদের চাচাতো ভাইকে হত্যা করে। ঘটনার দিন ভুক্তভোগীকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে মামলা হয়।মামলার তদন্ত শেষে পুলিশ দুই সহোদরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সাক্ষ্য–প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন এবং দুই সহোদরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।রায়ের পর রাষ্ট্রপক্ষ জানায়, এটি ন্যায়বিচারের বিজয়। অপরদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই সহোদরের মৃত্যুদণ্ড