ঢাকা    বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
গণবার্তা

হিজবুল্লাহ কমান্ডার হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি

হিজবুল্লাহ কমান্ডার হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনের মহাসচিব নাঈম কাসেম বলেছেন, এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর রয়েছে এবং সময় ও পদ্ধতি তারাই নির্ধারণ করবে। খবর—আল জাজিরা।

শুক্রবার (২৭ নভেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, তাবাতাবাইকে হত্যা “স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ”। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা অবশ্যই প্রতিশোধ নেব—কখন দেব তা আমরাই ঠিক করব। ভবিষ্যতে যুদ্ধ শুরু হতে পারে, আবার নাও হতে পারে।”

গত ২৩ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন। হামলার সময় তিনি চারজন সহযোগীসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক করছিলেন বলে জানান নাঈম কাসেম।

হিজবুল্লাহর মহাসচিব আরও দাবি করেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি তারা মেনে চলছে, কিন্তু ইসরাইল ধারাবাহিকভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

নতুন কোনো যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা বিষয়ে সরাসরি কিছু না বললেও নাঈম কাসেম লেবাননকে “নিজের সেনাবাহিনী ও জনগণকে প্রস্তুত রাখার” আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা এবং ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে।

এদিকে হিজবুল্লাহ নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আড্রেয়ি বলেন, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা “অপর্যাপ্ত”। তার দাবি, “হিজবুল্লাহ এখনো গোপনে অস্ত্র মজুত করছে এবং সেনাবাহিনীকে পরিচালনা করছে।”

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


হিজবুল্লাহ কমান্ডার হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনের মহাসচিব নাঈম কাসেম বলেছেন, এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর রয়েছে এবং সময় ও পদ্ধতি তারাই নির্ধারণ করবে। খবর—আল জাজিরা।শুক্রবার (২৭ নভেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, তাবাতাবাইকে হত্যা “স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ”। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা অবশ্যই প্রতিশোধ নেব—কখন দেব তা আমরাই ঠিক করব। ভবিষ্যতে যুদ্ধ শুরু হতে পারে, আবার নাও হতে পারে।”গত ২৩ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন। হামলার সময় তিনি চারজন সহযোগীসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক করছিলেন বলে জানান নাঈম কাসেম।হিজবুল্লাহর মহাসচিব আরও দাবি করেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি তারা মেনে চলছে, কিন্তু ইসরাইল ধারাবাহিকভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।নতুন কোনো যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা বিষয়ে সরাসরি কিছু না বললেও নাঈম কাসেম লেবাননকে “নিজের সেনাবাহিনী ও জনগণকে প্রস্তুত রাখার” আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা এবং ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে।এদিকে হিজবুল্লাহ নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আড্রেয়ি বলেন, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা “অপর্যাপ্ত”। তার দাবি, “হিজবুল্লাহ এখনো গোপনে অস্ত্র মজুত করছে এবং সেনাবাহিনীকে পরিচালনা করছে।”

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা