চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে অলিখিত ফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটিতে দারুণ আধিপত্য দেখিয়ে ৮ উইকেটের বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত লক্ষ্য তারা অতিক্রম করে ৩৮ বল হাতে রেখে।
বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ তামিম ঝড়ো ইনিংসে ৩৬ বলে ৫৫ রান করেন। তার সঙ্গে চারে নামা পারভেজ হোসেন ইমন ২৬ বলে ৩৩ রান করে দলকে জয়ের বন্দর দেখান।
ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের এক বল বাকি থাকতে ১১৭ রানে অলআউট হয় অতিথিরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক পল স্টার্লিং এবং ১৯ রান করেন জর্জ ডকরেল।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট শিকার করেন। তাদের ধারাবাহিক আক্রমণে আইরিশরা আর ম্যাচে ফিরতে পারেনি।
১১৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ শুরুতেই ছোট ধাক্কা খায়। ৪৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় দল।
সাইফ হাসান ১৯ এবং লিটন দাস ৭ রান করে ফিরে যান।
তবে এরপরই পরিস্থিতি সামাল দেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজন মিলে ৫০ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের কূল সোয়ায় আনেন। তানজিদের ইনিংস ছিল নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী ও বাউন্ডারিতে ভরপুর।
এই জয়ে তিন ম্যাচ সিরিজটি ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন