রাওয়ালপিন্ডি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার পর এই তথ্য জানান তাঁর বোন উজমা খান।
উজমা খান সাংবাদিকদের বলেন, “আমি বোনদের (আলিমা খান ও নোরিন খান) সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব।”
আজই উজমা খানকে আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে। আদালতের নির্দেশ থাকলেও দলীয় নেতৃত্ব ও পরিবারের সদস্যদের আগে সাক্ষাৎ দেওয়া হচ্ছিল না। এর ফলে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ইমরান খানের শারীরিক অবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল।
পিটিআই দল পূর্বে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভের হুমকি দিয়েছিল এবং ঘোষণা করেছিল, তারা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে যাচ্ছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য বন্দীর নিরাপত্তা রক্ষার জন্য কারাগারের নিয়ম অনুযায়ী সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। তারা অভিযোগ করেছেন, আগের সাক্ষাৎকারগুলোতে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন