আল্লাহ তাআলার সন্তুষ্টিই একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। দৈনন্দিন জীবনে কিছু সহজ কিন্তু ধারাবাহিক আমল আল্লাহর নৈকট্য অর্জনের বড় মাধ্যম হতে পারে।
“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
— সূরা আনকাবুত, ২৯:৪৫
“তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল।”
— সূরা নূহ, ৭১:১০
“এটি এক বরকতময় কিতাব, যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে।”
— সূরা ছাদ, ৩৮:২৯
“আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত।”
— তিরমিজি
“আল্লাহর নিকট সেই মানুষই সবচেয়ে প্রিয়, যে মানুষের উপকার করে।”
— হাদিসের অর্থানুসারে
নবী ﷺ সত্যবাদিতাকে নাজাতের পথ হিসেবে বর্ণনা করেছেন।
— সহীহ মুসলিম
“যে ক্ষমা করে ও ছাড় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।”
— সহীহ মুসলিম
“যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মতো।”
— সূরা বাকারা, ২:২৬১
“রোজা আমার জন্য, আর আমি নিজেই তার প্রতিদান দেব।”
— সহীহ বুখারি
“যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, সে জীবিত; আর যে স্মরণ করে না, সে মৃত।”
— সহীহ বুখারি
“প্রতিটি ভালো কাজই সদকা। এমনকি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও।”
— জামে তিরমিজি
“তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে।”
— সহীহ মুসলিম
ফজরের পর সূর্যোদয় পর্যন্ত যিকরে বসে থাকা হজ ও উমরার সওয়াবের সমতুল্য।
— তিরমিজি (ফজিলত হিসেবে বর্ণিত)
এতিমের প্রতি দয়া আল্লাহর দয়া লাভের মাধ্যম।
— সহীহ বুখারি
“যে মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করেন।”
— সহীহ মুসলিম
“তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।”
— সূরা ইবরাহিম, ১৪:৭
“মুসলমান সে-ই, যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে।”
— সহীহ বুখারি
দুনিয়াবিমুখতা আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম।
— ইবন মাজাহ (মর্মার্থ)
দোহা নামাজ শরীরের সব অঙ্গের সদকা আদায়ের সমতুল্য।
— সহীহ মুসলিম
“যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।”
— সূরা তালাক, ৬৫:৩

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন