প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব পাস করেছে উপদেষ্টা পরিষদ। এতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
তবে বিচারিক ও জরুরি আইনানুগ ইন্টারসেপশনের প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নতুন প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ গঠিত হয়েছে।
স্পিচ অফেন্স ধারা পরিবর্তন: সহিংসতার আহ্বান ছাড়া অন্য কোনো বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না।
নজরদারির সীমাবদ্ধতা: জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, প্রাণরক্ষা, বিচারিক বা তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট কার্যপদ্ধতি অনুসরণ করে ইন্টারসেপশন করা যাবে।
নাগরিক সুরক্ষা: সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে অযথা হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
২০০৮ সালে সরকারের পৃষ্ঠপোষকতায় ও মোবাইল অপারেটরদের অর্থায়নে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ভবনে গঠিত হয় ন্যাশনাল মনিটরিং সেন্টার (এনএমসি)।
২০১৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় এনটিএমসি।
জুলাই অভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘন ও বেআইনি নজরদারি সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে এনটিএমসি বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল।

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন