চংচিং, ২৪ নভেম্বর: অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের গ্রুপ এ’র ম্যাচে বাংলাদেশ দলের জয়ধ্বনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দল বল দখলে রাখে এবং ধারাবাহিক আক্রমণ চালায়। প্রথম গোল আসে ১৩তম মিনিটে; অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে অপু রহমান গোল করেন। ২৩ মিনিটে রিফাত কাজী নিজেই একটি সুন্দর সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। ৩৬ মিনিটে ফয়সাল নিজে গোল করে স্কোর বাড়ান এবং ৩৭ মিনিটে মো. মানিক দুর্দান্ত এক লং রেঞ্জ শটে দলকে হাফ টাইমে ৪-০ এগিয়ে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আক্রমণ চালিয়ে যায়। অপু রহমান ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন। ৭৩ মিনিটে রিফাত কাজী দ্বিতীয়বার গোল করে। ৭৫ মিনিটে মো. আরিফ গোল করেন এবং ৭৯ মিনিটে বায়জিত বোস্তামী শেষ করেন ৮-০ স্কোর নিশ্চিত করে।
দলের কোচ গোলাম রাব্বানী চোটন বলেন, “বাচ্চারা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে এবং সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগিয়েছে।”
বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল, যাদের সঙ্গে তারা গ্রুপ পরবর্তী ম্যাচ খেলবে। এই জয়ের মাধ্যমে দেশের যুব ফুটবল দল নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস পেয়েছে।

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন