গনবার্তা

বিকাশ–নগদ–রকেটসহ সব অনলাইন ব্যাংকিং কার্ড পেমেন্টে রিচার্জ সম্ভব

ডিজিটাল সেবায় নতুন মাত্রা: এখন ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ

ডিজিটাল সেবায় নতুন মাত্রা: এখন ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ

গণবার্তা প্রতিবেদক
ঢাকা, মঙ্গলবার

ঢাকা মেট্রোরেল এখন থেকে আরও আধুনিক, আরও যাত্রীবান্ধব। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জের জন্য আর স্টেশনে ছুটতে হবে না—আজ মঙ্গলবার থেকে যেকোনো স্থান থেকেই অনলাইনে রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই বহুল প্রত্যাশিত সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার। উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এবং এসএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।


ডিজিটাল যাত্রায় বড় পদক্ষেপ

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, “এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি মাইলফলক।” তিনি জানান, অনলাইন রিচার্জের ফলে যাত্রীরা ঘরে বসেই কার্ডে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন, যা সময় ও ঝামেলা উভয়ই কমাবে।

অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, ডিজিটাল প্রযুক্তি গণপরিবহনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জানান, ভবিষ্যতে মেট্রোরেলসহ সব গণপরিবহন সেবাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, এই সেবা চালু হওয়ায় যাত্রীরা স্টেশনে ভিড় না করেই দ্রুত রিচার্জ করতে পারবেন। নগদহীন পেমেন্টের প্রসারও বাড়বে।


১৬টি স্টেশনে ৩২টি এভিএম মেশিন

অনুষ্ঠনে জানানো হয়, রাজধানীর ১৬টি মেট্রো স্টেশনে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) স্থাপন করা হয়েছে।
অনলাইনে রিচার্জের পর ব্যালেন্স যুক্ত করতে কার্ডটি অবশ্যই এভিএমে স্পর্শ করাতে হবে।

আগামী মাসে মেট্রোরেলের নিজস্ব অ্যাপ চালু হলে আরও সহজে রিচার্জ করা যাবে। প্রথমবার অনলাইন রিচার্জের জন্য ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।


কীভাবে অনলাইনে রিচার্জ করবেন

১. https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে
২. র‍্যাপিড পাস/এমআরটি পাস কার্ডটি আগে নিবন্ধিত না থাকলে নিবন্ধন করতে হবে
৩. বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ডসহ ই-পেমেন্ট ব্যবস্থায় রিচার্জ করা যাবে
৪. রিচার্জের পর স্টেশনের এভিএমে কার্ড স্পর্শ করলে ব্যালেন্স আপডেট হবে
৫. সফল রিচার্জের পর ব্যবহারকারীর নিবন্ধিত নম্বরে এসএমএস যাবে


রিচার্জ সীমা ও শর্ত

  • একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা রিচার্জ করা যাবে

  • একই সময়ে শুধুমাত্র একটি পেন্ডিং রিচার্জ গ্রহণযোগ্য

  • ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না

  • প্রয়োজনে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিল করা যাবে, তবে ৫% সার্ভিস চার্জ প্রযোজ্য

  • ব্ল্যাকলিস্ট–জনিত পেন্ডিং ট্রানজেকশনেও রিফান্ড পাওয়া যাবে, সেক্ষেত্রেও ৫% চার্জ কাটা হবে


যাত্রীসেবায় নতুন অভিজ্ঞতা

মেট্রোরেলের যাত্রীদের মতে, অনলাইন রিচার্জ সুবিধা চালু হওয়ায় যাতায়াত এখন আরও দ্রুত, ঝামেলামুক্ত ও আধুনিক হবে। কাজের ব্যস্ততার কারণে স্টেশনে যাওয়ার সময় না পাওয়া মানুষের জন্য এটি হবে বড় স্বস্তি।

গণপরিবহনের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ রাজধানীর যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে আরও সেবাকে অনলাইনে যুক্ত করার পরিকল্পনাও জানায় ডিটিসিএ।

C

আপনার মতামত লিখুন

গনবার্তা

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫


ডিজিটাল সেবায় নতুন মাত্রা: এখন ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
গণবার্তা প্রতিবেদক ঢাকা, মঙ্গলবার ঢাকা মেট্রোরেল এখন থেকে আরও আধুনিক, আরও যাত্রীবান্ধব। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জের জন্য আর স্টেশনে ছুটতে হবে না—আজ মঙ্গলবার থেকে যেকোনো স্থান থেকেই অনলাইনে রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই বহুল প্রত্যাশিত সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার। উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এবং এসএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। ডিজিটাল যাত্রায় বড় পদক্ষেপ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, “এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি মাইলফলক।” তিনি জানান, অনলাইন রিচার্জের ফলে যাত্রীরা ঘরে বসেই কার্ডে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন, যা সময় ও ঝামেলা উভয়ই কমাবে। অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, ডিজিটাল প্রযুক্তি গণপরিবহনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জানান, ভবিষ্যতে মেট্রোরেলসহ সব গণপরিবহন সেবাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, এই সেবা চালু হওয়ায় যাত্রীরা স্টেশনে ভিড় না করেই দ্রুত রিচার্জ করতে পারবেন। নগদহীন পেমেন্টের প্রসারও বাড়বে। ১৬টি স্টেশনে ৩২টি এভিএম মেশিন অনুষ্ঠনে জানানো হয়, রাজধানীর ১৬টি মেট্রো স্টেশনে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) স্থাপন করা হয়েছে। অনলাইনে রিচার্জের পর ব্যালেন্স যুক্ত করতে কার্ডটি অবশ্যই এভিএমে স্পর্শ করাতে হবে। আগামী মাসে মেট্রোরেলের নিজস্ব অ্যাপ চালু হলে আরও সহজে রিচার্জ করা যাবে। প্রথমবার অনলাইন রিচার্জের জন্য ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। কীভাবে অনলাইনে রিচার্জ করবেন ১. https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে ২. র‍্যাপিড পাস/এমআরটি পাস কার্ডটি আগে নিবন্ধিত না থাকলে নিবন্ধন করতে হবে ৩. বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ডসহ ই-পেমেন্ট ব্যবস্থায় রিচার্জ করা যাবে ৪. রিচার্জের পর স্টেশনের এভিএমে কার্ড স্পর্শ করলে ব্যালেন্স আপডেট হবে ৫. সফল রিচার্জের পর ব্যবহারকারীর নিবন্ধিত নম্বরে এসএমএস যাবে রিচার্জ সীমা ও শর্ত একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা রিচার্জ করা যাবে একই সময়ে শুধুমাত্র একটি পেন্ডিং রিচার্জ গ্রহণযোগ্য ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না প্রয়োজনে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিল করা যাবে, তবে ৫% সার্ভিস চার্জ প্রযোজ্য ব্ল্যাকলিস্ট–জনিত পেন্ডিং ট্রানজেকশনেও রিফান্ড পাওয়া যাবে, সেক্ষেত্রেও ৫% চার্জ কাটা হবে যাত্রীসেবায় নতুন অভিজ্ঞতা মেট্রোরেলের যাত্রীদের মতে, অনলাইন রিচার্জ সুবিধা চালু হওয়ায় যাতায়াত এখন আরও দ্রুত, ঝামেলামুক্ত ও আধুনিক হবে। কাজের ব্যস্ততার কারণে স্টেশনে যাওয়ার সময় না পাওয়া মানুষের জন্য এটি হবে বড় স্বস্তি। গণপরিবহনের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ রাজধানীর যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে আরও সেবাকে অনলাইনে যুক্ত করার পরিকল্পনাও জানায় ডিটিসিএ।C

গনবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গনবার্তা