গনবার্তা

১ মার্চ থেকে এইচএসসি ফরম পূরণ শুরু, ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

১ মার্চ থেকে এইচএসসি ফরম পূরণ শুরু, ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। তার আগে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দ্বাদশ শ্রেণির নির্বাচনি (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ করতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। একই ধরনের নির্দেশনা দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

নভেম্বরে টেস্ট না নেওয়ার নির্দেশনার ব্যাখ্যা

শিক্ষা বোর্ডগুলো এর আগে নভেম্বর মাসে নির্বাচনি পরীক্ষা না নিতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছিল। এ প্রসঙ্গে অধ্যাপক কামাল উদ্দিন বলেন,
“নভেম্বরে যেন চাপ সৃষ্টি না হয়, তাই টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনা অনুযায়ী কলেজগুলো জানুয়ারি থেকেই টেস্ট পরীক্ষা নিতে পারবে এবং ২৬ ফেব্রুয়ারির মধ্যেই ফল প্রকাশ করতে হবে।”

গত বছরের অভিজ্ঞতা

২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে, আর ফল প্রকাশ করা হয় মার্চে। পরে গত ২৬ জুন থেকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

নতুন নির্দেশনার ফলে এবার সময়সূচি আরও আগে নির্ধারণ করা হলো, যাতে ফরম পূরণ ও প্রস্তুতি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

আপনার মতামত লিখুন

গনবার্তা

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


১ মার্চ থেকে এইচএসসি ফরম পূরণ শুরু, ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। তার আগে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দ্বাদশ শ্রেণির নির্বাচনি (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ করতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। একই ধরনের নির্দেশনা দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। নভেম্বরে টেস্ট না নেওয়ার নির্দেশনার ব্যাখ্যা শিক্ষা বোর্ডগুলো এর আগে নভেম্বর মাসে নির্বাচনি পরীক্ষা না নিতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছিল। এ প্রসঙ্গে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “নভেম্বরে যেন চাপ সৃষ্টি না হয়, তাই টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনা অনুযায়ী কলেজগুলো জানুয়ারি থেকেই টেস্ট পরীক্ষা নিতে পারবে এবং ২৬ ফেব্রুয়ারির মধ্যেই ফল প্রকাশ করতে হবে।” গত বছরের অভিজ্ঞতা ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে, আর ফল প্রকাশ করা হয় মার্চে। পরে গত ২৬ জুন থেকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। নতুন নির্দেশনার ফলে এবার সময়সূচি আরও আগে নির্ধারণ করা হলো, যাতে ফরম পূরণ ও প্রস্তুতি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

গনবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গনবার্তা