ডেঙ্গু নিয়ন্ত্রণে বৈশ্বিক লড়াইয়ে বড় অগ্রগতি দেখাল ব্রাজিল। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এএনভিসা (ANVISA) বুধবার বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন ও মশাবাহিত রোগের বিস্তারের মধ্যে এ সিদ্ধান্তকে “ঐতিহাসিক” বলে আখ্যা দিয়েছে তারা।
সাও পাওলোর বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বুটানতান ইনস্টিটিউটে তৈরি Butantan-DV নামের এই টিকা ১২ থেকে ৫৯ বছর বয়সী মানুষের জন্য ব্যবহারের অনুমোদন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এতদিন বিশ্বে একমাত্র অনুমোদিত ডেঙ্গুর টিকা ছিল TAK-003, যা দুই ডোজে নিতে হয় তিন মাসের ব্যবধানে।
কিন্তু ব্রাজিলের নতুন টিকা মাত্র এক ডোজেই কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে—এতে টিকাদান কর্মসূচি হবে আরও দ্রুত ও সহজ।
বুটানতান ইনস্টিটিউটের প্রধান ড. এসপার ক্যালাস সাংবাদিকদের বলেন, “ব্রাজিলের বিজ্ঞান ও জনস্বাস্থ্যের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। যে রোগ দশক ধরে আমাদের তাড়া করে এসেছে, আজ তার বিরুদ্ধে আমরা পেয়েছি শক্তিশালী অস্ত্র।”
টিকাটি নিয়ে ১৬ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত পরীক্ষায় ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখা গেছে মারাত্মক ডেঙ্গুর বিরুদ্ধে—যা গবেষকদের ‘অত্যন্ত ইতিবাচক’ ফল হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।
ডেঙ্গুকে অনেকেই চেনেন “ব্রেকবোন ফিভার” নামে, কারণ তীব্র ব্যথা ও দুর্বলতা রোগীকে পর্যুদস্ত করে ফেলে। ভাইরাসটি বহনকারী এডিস মশা এখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো এলাকাতেও ছড়িয়ে পড়ছে, যেখানে আগে এ মশা তেমন ছিল না।
২০২৪ সালে বিশ্বজুড়ে ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ১২ হাজার—যা ইতিহাসের সর্বোচ্চ। শুধুমাত্র ব্রাজিলেই প্রায় অর্ধেক মৃত্যু ঘটেছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন ২০২৪ সালের মোট ডেঙ্গু রোগীর প্রায় ১৯ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেক্সান্দ্রে পাদিলহা জানান, চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান WuXi Biologics–এর সঙ্গে চুক্তি হয়েছে। তারা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ সরবরাহ করবে।
নতুন এই এক ডোজের টিকা বৈশ্বিক ডেঙ্গু পরিস্থিতিতে নতুন আশা জাগিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত উৎপাদন ও সহজ ব্যবহারের কারণে এটি ভবিষ্যতে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির চিত্র পাল্টে দিতে পারে।

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন