ঢাকা    বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
গণবার্তা

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দিনাজপুরে গ্রাহকদের বিক্ষোভ

ডিজিটাল ও প্রিপেইড বিদ্যুৎ মিটার এবং ডিজিটাল ডিমান্ড চার্জ বাতিলসহ চার দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহকরা। দিনাজপুর যুবসমাজের ব্যানারে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সুইহারির নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুৎ ভবনের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচি শেষে সড়কে অবস্থান নেওয়ায় দিনাজপুর–দশমাইল মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।দিনাজপুর যুবসমাজের আহ্বায়ক মো. মেশকাত আরেফিন সাকিল বলেন, প্রিপেইড মিটার সম্পূর্ণ বাতিল, পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং বিদ্যুৎ খাতে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বাড়ির দেয়ালে মিটার স্থাপন করে গ্রাহকদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে এবং রিচার্জ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে।তিনি আরও বলেন, “বয়স্ক ও অশিক্ষিত মানুষদের জন্য প্রিপেইড মিটার ব্যবহার করা অত্যন্ত কষ্টসাধ্য। যে উদ্দেশ্যে দুর্নীতি রোধের কথা বলে এই মিটার চালু করা হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনেই এর ভেতরে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। তাই আমরা এই ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছি।” এ বিষয়ে নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রুবেল হাওলাদার বলেন, প্রিপেইড মিটার নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই। গ্রাহকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও হেড অফিসে জানানো হবে বলে তিনি জানান। পরে প্রশাসনের আশ্বাসের পর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দিনাজপুরে গ্রাহকদের বিক্ষোভ