ইসলাম শুধু ইবাদত নয়—চরিত্র, আচরণ ও আদবকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ছোটবেলা থেকেই শিশুকে সুন্দর আদব শেখানো হলে সে বড় হয়ে একজন সৎ, দায়িত্ববান ও শিষ্টাচারপূর্ণ মানুষে পরিণত হয়। নিচে বাচ্চাদের শেখানোর মতো কিছু প্রাথমিক আদব উল্লেখ করা হলো।
বাড়িতে ঢুকলে সালাম বলা
বড়দের প্রথমে সালাম করা
সালামের পূর্ণ জবাব দেওয়া
রাস্তায় দেখা হলে সালাম করে কথা শুরু করা
খাওয়ার আগে বিসমিল্লাহ বলা
ডান হাত দিয়ে খাওয়া
ছোট কামড়ে ধীরে ধীরে খাওয়া
খাবারের অপচয় না করা
খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা
ঘুমের আগে ওজু করে নেওয়া (যদি পারে)
বিছানায় শুয়ে তিন কুল পড়া
ডান কাতে শোয়া
ঘুমের দোয়া শেখানো
বড়দের সাথে উচ্চস্বরে কথা না বলা
বাবা-মায়ের আহ্বানে দ্রুত সাড়া দেওয়া
দাদা-দাদি, নানা-নানির সঙ্গে ভদ্র আচরণ করা
কারও কথা বলার সময় বাধা না দেওয়া
মসজিদে দৌড়াদৌড়ি না করা
জুতা-স্যান্ডেল ঠিক জায়গায় রাখা
নামাজের সময় চুপচাপ দাঁড়িয়ে থাকা
কুরআন ও মিম্বারের প্রতি সম্মানজনক আচরণ
নখ ছোট রাখা
টয়লেট ব্যবহারের আদব শেখানো
পানি অপচয় না করা
নিজের জিনিস নিজে গোছানো
সত্য কথা বলা
মিথ্যা ও গীবত থেকে দূরে থাকা
বিনয়ের সাথে কথা বলা
কারও প্রতি কটু কথা না বলা
কুরআন পাক উঁচু স্থানে রাখা
পৃষ্ঠায় ভাঁজ না করা
বই ছুঁড়াছুঁড়ি না করা
শিখতে আগ্রহী হওয়া
ছোট ছোট দোয়া মুখস্থ করানো
ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ বলা
কষ্টে আল্লাহর সাহায্য চাওয়া
অন্যের জন্য দোয়া করা
খেলাধুলায় ঝগড়া না করা
নিজের জিনিস শেয়ার করতে শেখানো
কাউকে মারধর না করা
সবার সঙ্গে হাসিমুখে কথা বলা
শিশুকে আদব শেখানো শুরু করতে হবে ছোটবেলা থেকেই। সবচেয়ে কার্যকর উপায় হলো—সন্তানকে যা শেখাতে চান, তা বাবা–মা নিজেরাই আগে বাস্তবায়ন করবেন। কারণ শিশুর সেরা শিক্ষক তার বাবা-মা।

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন