ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত ঘরের মাঠে হার এড়াতে পারেনি চেলসি। বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্টামফোর্ড ব্রিজ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এই ম্যাচে ওলি ওয়াটকিন্সের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় উনাই এমেরির দল।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল এনজো মারেস্কার শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্রটাই পাল্টে যায়। একের পর এক আক্রমণে চেলসির রক্ষণ ভেঙে দেন ওয়াটকিন্স, আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা।
গত মৌসুমে ফিরতি লেগে ভিলার মাঠে হারের স্মৃতি ছিল চেলসির। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঘরেই একই ব্যবধানে হার মানল ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি অ্যাস্টন ভিলার টানা ১১তম জয়। প্রিমিয়ার লিগে টানা ৮ ম্যাচে জয় দিয়ে তারা ছুঁয়ে ফেলেছে ১১১ বছর আগের ক্লাব রেকর্ড। এর আগে ১৮৯৭ ও ১৯১৪ সালে এমন কীর্তি গড়েছিল ক্লাবটি।
এদিকে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই মার্টিন ওডেগোরের গোলে এগিয়ে যায় গানাররা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্রাইটনের জর্জিনিও রাটারের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৬৪ মিনিটে ডিয়েগো গোমেজের গোলে একটি গোল শোধ করে ব্রাইটন।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। রায়ান গ্র্যাভেনবার্চের গোলে এগিয়ে গিয়ে এক মিনিটের ব্যবধানে ফ্লোরিয়ান উইর্টজ ব্যবধান বাড়ান। লিভারপুল জার্সিতে এটি ছিল উইর্টজের প্রথম গোল। উলভসের হয়ে সান্তিয়াগো বুয়েনো একটি গোল শোধ করেন। এই জয়ে কোচ আর্নে স্লটের দল উঠে এসেছে পয়েন্ট তালিকার চারে।
ম্যানচেস্টার সিটিও জয়ের ধারায় রয়েছে। নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়ে লিগে টানা ষষ্ঠ জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। তবে আর্সেনালের জয়ের কারণে শীর্ষস্থান ধরে রাখা হয়নি সিটির, নেমে গেছে দ্বিতীয় স্থানে।
অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলায় পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখল, আক্রমণ ও শট—সব দিকেই এগিয়ে ছিল অতিথিরা। তবু শুক্রবার রাতের ম্যাচে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
কোচ রুবেন আমোরিমের অধীনে টানা তিন ম্যাচ পর এটি ম্যানইউর প্রথম জয়। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন প্যাট্রিক ডোরগু।

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন