বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দলীয় সূত্র জানায়, ফজরের নামাজের কিছুক্ষণ পর সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন। তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক অবস্থা ছিল গুরুতর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করছেন।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন