রাজধানীতে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আজ (শনিবার) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে পূর্বাচল উপশহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আদতে ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকা এ মেলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিছুদিন পিছিয়ে আজ থেকে শুরু হচ্ছে। এবারের মেলায় ১১টি বিদেশী প্রতিষ্ঠানসহ মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন প্রদর্শনীতে থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিদেশ ও দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “এই মেলা এমন একটি উদ্যোগ যা বাংলাদেশী পণ্যের বৈশ্বিক প্রচার, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী করবে।”
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, মেলায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য প্রতিজন ৫০ টাকা, এবং ১২ বছরের নিচে শিশুদের ২৫ টাকা রাখা হয়েছে।
এবারের মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া রয়েছে এবং ইলেক্ট্রনিক্স ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্যফেরি জোন রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় বিশেষ বাস সার্ভিস, ই-টিকিটিং ব্যবস্থা, ডাক্তারী সহায়তা, মা-শিশু কেন্দ্র ও পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করা হয়েছে।
মেলার সময় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চালু থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত কর্মসূচি চলবে। দর্শক-ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থা মেলা এলাকায় দায়িত্ব পালন করবে।
বিষয় : বাণিজ্য মেলা

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন