আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কোনো অনিয়ম বা ত্রুটি না পাওয়ায় শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, নির্ধারিত বিধি অনুযায়ী তারেক রহমানের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়েছে এবং এতে কোনো ঘাটতি পাওয়া যায়নি। ফলে তাঁর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন সমন্বয়কারী রেজাউল করিম বাদশা।
একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, বগুড়া-৭ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই আসনে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এ ছাড়া বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন