ঢাকা    বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
গণবার্তা

নিজস্ব প্রযুক্তিতে এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ইলামাবাদ, ৩ জানুয়ারি:

নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’–এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, ‘তাইমুর’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার পাল্লায় উচ্চ নির্ভুলতার সঙ্গে শত্রুপক্ষের স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রচলিত (কনভেনশনাল) ওয়ারহেড বহনে সক্ষম এবং এতে ব্যবহৃত হয়েছে আধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম। অত্যন্ত নিচু উচ্চতায় উড্ডয়নের সক্ষমতার কারণে এটি শত্রুর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে এড়িয়ে যেতে পারে, যা একে কৌশলগতভাবে আরও ভয়ংকর করে তুলেছে।

আইএসপিআর জানায়, এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমান বাহিনীর প্রচলিত প্রতিরোধ ক্ষমতা ও অপারেশনাল নমনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি এই উন্নত অস্ত্র ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিজ্ঞানী ও প্রকৌশলীরাও সেখানে উপস্থিত ছিলেন।

পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এই অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী এবং পিএএফ দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন,

“এ ধরনের সাফল্য প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জন এবং পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতায় একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ শক্তি বজায় রাখার ক্ষেত্রে জাতির দৃঢ় সংকল্পের প্রতিফলন।”

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এই সফল পরীক্ষার জন্য পাকিস্তান বিমান বাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন,

“স্থানীয়ভাবে উন্নত অস্ত্র প্রস্তুত করা জাতীয় সক্ষমতা, সংকল্প ও প্রাতিষ্ঠানিক দক্ষতার সুস্পষ্ট প্রমাণ। এই সাফল্য জাতীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের দায়িত্বশীল প্রতিরক্ষা নীতিকে জোরদার করেছে।”

এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ‘তাইমুর’ অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষার জন্য পাকিস্তান বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন (সুপারকো)-এর পরিচালক শাফাত আলী ঘোষণা দিয়েছিলেন যে, নিজস্ব প্রযুক্তি ও চীনের সহযোগিতায় চলতি বছরেই চাঁদে অভিযানের পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬


নিজস্ব প্রযুক্তিতে এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
ইলামাবাদ, ৩ জানুয়ারি:নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’–এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানায়, ‘তাইমুর’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার পাল্লায় উচ্চ নির্ভুলতার সঙ্গে শত্রুপক্ষের স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রচলিত (কনভেনশনাল) ওয়ারহেড বহনে সক্ষম এবং এতে ব্যবহৃত হয়েছে আধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম। অত্যন্ত নিচু উচ্চতায় উড্ডয়নের সক্ষমতার কারণে এটি শত্রুর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে এড়িয়ে যেতে পারে, যা একে কৌশলগতভাবে আরও ভয়ংকর করে তুলেছে।আইএসপিআর জানায়, এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমান বাহিনীর প্রচলিত প্রতিরোধ ক্ষমতা ও অপারেশনাল নমনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি এই উন্নত অস্ত্র ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিজ্ঞানী ও প্রকৌশলীরাও সেখানে উপস্থিত ছিলেন।পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এই অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী এবং পিএএফ দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন,“এ ধরনের সাফল্য প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জন এবং পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতায় একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ শক্তি বজায় রাখার ক্ষেত্রে জাতির দৃঢ় সংকল্পের প্রতিফলন।”পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এই সফল পরীক্ষার জন্য পাকিস্তান বিমান বাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন,“স্থানীয়ভাবে উন্নত অস্ত্র প্রস্তুত করা জাতীয় সক্ষমতা, সংকল্প ও প্রাতিষ্ঠানিক দক্ষতার সুস্পষ্ট প্রমাণ। এই সাফল্য জাতীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের দায়িত্বশীল প্রতিরক্ষা নীতিকে জোরদার করেছে।”এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ‘তাইমুর’ অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষার জন্য পাকিস্তান বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, এর আগে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন (সুপারকো)-এর পরিচালক শাফাত আলী ঘোষণা দিয়েছিলেন যে, নিজস্ব প্রযুক্তি ও চীনের সহযোগিতায় চলতি বছরেই চাঁদে অভিযানের পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা