চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসরণ করতে হবে।রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে পরিচালিত হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির অধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ভিত্তিক যাত্রী প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে মোট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও সমন্বিত রাখতে এবং সৌদি আরবে অবস্থানকালে যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও পরিবহনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।