ঢাকা    বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
গণবার্তা

জানানো আইন মন্ত্রণালয়

কওমী মাদ্রাসার ‘দাওরায়ে হাদিস’ ডিগ্রিধারীরাও এখন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন

কওমী মাদ্রাসার ‘দাওরায়ে হাদিস’ ডিগ্রিধারীরাও এখন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন

ঢাকা — কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রি (দাওরায়ে হাদিস) থাকা ব্যক্তিরাও এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হওয়ার যোগ্য হয়ে উঠেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার (৭ ডিসেম্বর) তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

আগে এই সুযোগ ছিল কেবল আলিম সনদপ্রাপ্তদের। তবে মন্ত্রণালয় আইন সংশোধন করে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তদের জন্যও একই সুযোগ খুলে দিয়েছে। 

এ সিদ্ধান্তের পর থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 

দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি দিতে আগেও ২০১৭–১৮ সালে সিদ্ধান্ত হয়েছিল। 

এ শিক্ষাগত স্বীকৃতিকে আরও সম্প্রসারিত করেই আইন মন্ত্রণালয় এখন নিকাহ রেজিস্ট্রার পদের আবেদনযোগ্যতা বাড়িয়েছে। 

আসিফ নজরুল বলেন, “অন্যান্য যোগ্যতার পাশাপাশি দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও আজ থেকে নিকাহ-রেজিস্ট্রার হতে পারবেন। আগে এই সুযোগ সীমাবদ্ধ ছিল। আমরা আবেদনকারীদের জন্য এখনই পথ খুলেছি।”

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


কওমী মাদ্রাসার ‘দাওরায়ে হাদিস’ ডিগ্রিধারীরাও এখন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image
ঢাকা — কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রি (দাওরায়ে হাদিস) থাকা ব্যক্তিরাও এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হওয়ার যোগ্য হয়ে উঠেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার (৭ ডিসেম্বর) তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগে এই সুযোগ ছিল কেবল আলিম সনদপ্রাপ্তদের। তবে মন্ত্রণালয় আইন সংশোধন করে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তদের জন্যও একই সুযোগ খুলে দিয়েছে। এ সিদ্ধান্তের পর থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি দিতে আগেও ২০১৭–১৮ সালে সিদ্ধান্ত হয়েছিল। এ শিক্ষাগত স্বীকৃতিকে আরও সম্প্রসারিত করেই আইন মন্ত্রণালয় এখন নিকাহ রেজিস্ট্রার পদের আবেদনযোগ্যতা বাড়িয়েছে। আসিফ নজরুল বলেন, “অন্যান্য যোগ্যতার পাশাপাশি দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও আজ থেকে নিকাহ-রেজিস্ট্রার হতে পারবেন। আগে এই সুযোগ সীমাবদ্ধ ছিল। আমরা আবেদনকারীদের জন্য এখনই পথ খুলেছি।”

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা