গোল্ড ডিস্ট্রিক্টকে বলা হচ্ছে আমিরাতের নতুন “হোম অব গোল্ড”। এখানে এক ছাতার নিচে থাকবে খুচরা বিক্রি, পাইকারি ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম। ইতিমধ্যেই এক হাজারের বেশি খুচরা বিক্রেতা ব্যবসা পরিচালনা করছে। স্বর্ণ ও গয়নার পাশাপাশি পারফিউম, কসমেটিকস ও লাইফস্টাইল পণ্যও থাকবে।
জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইযান ও তানিষ্কের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড ইতিমধ্যেই সেখানে তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ২৪ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাগশিপ স্টোর চালুর পরিকল্পনা ঘোষণা করেছে।
২০২৪-২৫ অর্থবছরে আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বর্তমানে আমিরাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে অবস্থান করছে।
সারকথা, দুবাইয়ের “গোল্ড স্ট্রিট” শুধু একটি সড়ক নয়, বরং স্বর্ণ ও গয়না শিল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক হাব, যা আমিরাতকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন